পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৭০ | ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । গৌর-প্রেমানন্দে মত্ত নিত্যানন্দ রায় । সে দুল্লভ ভাবে সদা ভূত্যেরে মাতায় ॥ তথাহি ক্রীচৈতন্যভাগবতে অন্ত্যখণ্ডে ॥ ব্ৰহ্মাদির বাঞ্ছিত যে সব কৃষ্ণভাব । গোপীগণে ব্যক্ত যে সকল অনুরাগ ॥ ইঙ্গিতে সে সব ভাব নিত্যানন্দ রায় । “দিলেন সকল ভৃত্যগণেরে কৃপায়। পাণিহাটি গ্রামে রহি মহানন্দ মনে । নবদ্বীপে যাত্র কৈল আইর দর্শনে ॥ ভুবন পাবন প্রভু লৈয়া পরিকরে। ডাবাবেশে চলে দাস-গদাধরঘরে ॥ গীতে যথা-–ধানশী ॥ ভূবন পাবন নিতাই মোর। না জানি কি ভাবে সদাষ্ট ভোর ॥ গোরা গোরা বুলি দুবাহু তুলি। মত্তগজ যেন চলয়ে চুলি। কণ্ঠে ঝলমল মালতী মালা। পরিসর বুকে করা খেলা । সুললিত মুখে মধুর হাসি। চাদে ঢালে যেন অমিয়ারাশি ॥ টল মল জলজারুণ আঁখি । সে চাহনি চারু করুণ মাখি ॥ বারেক সে তাঁখে দেখয়ে মারে । প্রেমের পাথারে ভাসায় তারে ৷ দীন হীন দুঃখী কিছু না বাছে। হেন প্রেমদাতা কে আর আছে ॥ নরহরি হেন পহু না ভজি বিষয় বিযেতে রহিল মজি ॥ ; দাস গদাধর গৃহে প্রভুর গমন । তথা যে আনন্দ তাহান হয় বর্ণন ॥ দাস গদkরের রূপার নাই পার। সে গ্রামের কাজি দুষ্টে যে কৈল উদ্ধার ॥ দাস গদাধর-আদি প্রিয়গণ