পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ᏚᏄᎼ সনে। নিত্যানন্দ প্রেম প্রকাশয়ে স্থানে স্থানে ॥ খড়দহে আইসেন প্রভু নিত্যানন্দ। চারি দিকে শোভ করে পরিষদ বৃন্দ ॥ মধ্যে নিত্যানন্দ শোভে কন্দপমোহন । সে প্রেম আবেশবেশ বন্দে সৰ্ব্বজন ॥ গীতে যথা—কামোদঃ ॥ বন্দ প্রভু-নিত্যানন্দ, কেবল আনন্দ কন্দ, ঝল মল আভ রণ সাজে। দুই দিকে এতিমূলে, মকর কুণ্ডল দোলে, গলে এক কৌস্তুভ বিরাজে ॥ সুবলিত ভুজদণ্ড, জিনি করিবর শুণ্ড, তাহাতে শোভয়ে হেমদণ্ড । অরুণ অম্বর গায়, সিংহের গমনে ধায়, দেখি কাপে অস্থর পাষণ্ড ॥ অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ, দুই আঁথি রক্তবর্ণ, তাহাতে ঝরয়ে মকরন্দ। সুমেরু বাহিয়া যেন, গঙ্গাধর বহে হেন, দেখি হরলোকের আনন্দ । সৰ্ব্বাঙ্গে পুলক ছট, যেন কদম্বের ঘটী, লম্ফেতে কম্পয়ে বহুমতী । বীরদল্প মালসাটে, শবদে ব্রহ্মাণ্ড ফাটে, দেখি ব্ৰহ্মলোক করে স্তুতি ॥ চৈতন্যের প্রেমরত্ব, জীবেরে করিয়া যত্ন, দিল পহু পরম আনন্দে কহে বৃন্দাবনদাসে, আপনার কৰ্ম্মদোমে, ন ভজিমু নিতাই পদদ্বন্দ্বে ॥ পুনর্ধর্ণনশী ॥ নিতাই গুণনিধি, শোভার অবধি, কি সুধায়ে বিধি গঢ়িল, সাধে। প্রভাতের ভানু, যিনি তনু ছটা, হেরিয়া কেমন ধৈর্য বান্ধে । আজামু লম্বিত, ভুজ ভূজঙ্গম, ভঙ্গি নিৰুপম, রঙ্গেতে ভাসি। বদন শরদ,-বিধু ঘটা ঘন, বরিষয়ে সুধা ঈষৎ হাসি ; গোরা গোরা বলি, গর গর হিয়া হিলি দুলি চলে, কুঞ্জর পার।