পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १२ ।। ভক্তিরত্নাকর । দ্বাদশ তরঙ্গ টল মল জল,-জারুণ লোচনে, ঝর ঝর ঝরে আনন্দধারা ॥ স্থর নরগণ, ধায় চারিপাশে, সে দুলহু পদ-পরশ আশে । দাসনরহরি, পহু-পরতাপে, বলি কলিকাল, কঁপিয়ে ত্রাসে । খড়দহে আসি প্রভু নিজগণ সহে । পুরন্দর পণ্ডিতের দেবালয়ে রহে ॥ প্রভু নিত্যানন্দ পুরন্দর পণ্ডিতেরে। ডুবাইল৷ সঙ্কীৰ্ত্তন-মুখের সায়রে। স্ত্রীচৈতন্যদাস মুরারি পণ্ডিত যত। সবেই হইল সঙ্কীৰ্ত্তনে উনমত ॥ খড়দহে নিত্যানন্দ নাচিয় নাচিয় । বিলায় দুল্লভ ধন যাচিয়া যাচিয় ॥ গীতে যথা—কামোদঃ { নিতাই করুণানিধি ৷ আনি মিলায়ল বিধি ॥ দীন হীন দুঃখী জনে । ধনী কৈল প্রেমধনে ॥ প্রিয় পরিকর সঙ্গে । নাচিয়ে বুলয়ে রঙ্গে ॥ না জানি কি প্রেমে মাতি । না জানে দিবস রাতি ॥ ধূলি ধূসরিত দেহ । ত হেরি কে ধরে থেহ ॥ গুণে কেবা নাই ঝুরে । এক নরহরি দূরে ॥ পুন ধর্ণনশী ॥ গোর প্রেমে মাতিয়া নিতাই । জগৎ মাতায় সকরুণ দিঠে চাই ॥ নাচয়ে আজানু বাহু তুলি। পতিতের কোলেতে পড়য়ে চুলি চুলি। কত হুখে হিয়া না উথলে। মুখ বুক ভাসি যায় নয়নের জলে ॥ প্রতি অঙ্গে পুলকের ঘটা। মদন মুরুছি পড়ে দেখি রূপছট ॥ স্বচাদ বদনে মৃদু হাসি। কহিতে মধুর কথা ঢলে স্থধারাশি ॥ কি নব ভঙ্গিম রাঙ্গা পায় । নরহরি পরাণ মজিল যেন তায় ॥