পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ৯৭৩ পুনঃ গুজ্জরী ॥ ভুবনে জয় জয়, নিতাই দয়াময়, হরয়ে ভবভয় নিজগুণে । অধম দুরগত, তাহারে উনমত, করই অবিরত, প্রেমদানে ॥ গৌরহরি বুলি, নাচয়ে বাহু তুলি, পড়য়ে ঢুলি চুলি, ক্ষিতিতলে। কোমল কলেবর, কি হেম ধরার, সে ধূলিধূষর, শোভে ভালে ॥ জিনি কমলদল, নয়ন টল মল, সঘনে ছল ছল, জলধারা । বদনে মুছ হাসি, ঢালয়ে স্থধারাশি, কলুষ তমনাশি, শশী পারা । কি ভাবে গর গর, কঁপিয়ে থর থর, রঙ্গ কি কব, নরহরি দাসে। অখিল চরাচর, নিরখি পহুবর, ক্ষু ভুলল দুঃখ ভর, সুখে ভাসে ॥ কিছু দিন খড়দহ গ্রামেতে রহিলা। খড়দহ স্থান দেখি বাস-ইচ্ছা কৈল ॥ খড়দহ হৈতে প্রভু করিলা গমন। সপ্তগ্রামে চলে নাথ দত্ত উদ্ধারণ ॥ প্রিয়গণ-সঙ্গে কি অদ্ভুতভাবাবেশ । কেবা ন ভুলয়ে দেখি সে সুন্দর বেশ । গীতে যথা—সুহই ॥ নিতাই রঙ্গিয়া মোর নিতাই রঙ্গিয় । পুরুব বিলাসী রঙ্গী । সঙ্গের সঙ্গিয় ॥ কঞ্জনয়নে বহে সুরধুনী-ধারা। নাহি জানে দিবা নিশি প্রেমে মাতোয়ার ॥ চন্দনে চর্চিত সব অঙ্গ উজোর। রূপ নিরখিতে জগজন মন ভোর ॥ আজানু লম্বিত ভুজ করিবর শুণ্ড । কনক খচিত দণ্ড দলন পাষণ্ড ॥ শিরপর পাগুড়ি বঁধে লট পটিয়া। কটি আটি পরিপাটি পরে নীল

  • পহুবর— প্রভুবর ।