পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নী কর । ፰ ዓ¢ পদতল তাল,-বলিত মণি মঞ্জরী, চলত স্থি টলমল অঙ্গ । মেরু শিখর কিয়ে, তনু অনুপাম রে, ঝলমল ভাবতরঙ্গ ॥ রোয়ত হসত, চলত গতি মন্থর, হরি বুলি মুরুছি বিভোর। থেনে খেনে গেীর, গেীর বলি ধায়ই, আনন্দে গরজত ঘোর ॥ পামর পঙ্গু, অধম জড় অাতুর, দীন অবধি নাহি মান। অবিবত দুল্লভ, প্রেম রতন ধন, যাচি জগতে করু দান ॥ অবিচল দুলহ, প্রেমধন বিতরণে, নিখিল তাপ দূরে গেল। দীন হীন সব হি, মনোরথ পুরল অবলাউ উনমত ভেল। ঐছন করুণ, নয়ন অবলোকনে, কাহু না রহু দুরদীন বলরাম দাস, তাহে ভেল বঞ্চিত, দারুণ হৃদয় কঠিন ॥ পুন ধানশী ॥ আরে মোর আরে মোর নিত্যানন্দ রায় । আপে নাচে আপে গায় গৌরাঙ্গ বোলায় ॥ লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ-আবেশে । পাপিয়া পাষণ্ডী আর না রাখিল দেশে ॥ পট্টবস পরিধান মুকুতা শ্রবণে । ঝলমল ঝলমল করে নান আভরণে ॥ সঙ্গে রঙ্গে যায় নিতাই রামাই সুন্দর। গোরিদাসআদি করি যত সহচর ॥ চৌদিকে নিতাই মোর হরি বোল বোলtয় । জ্ঞানদাস নিশি দিশি নিতাইর গুণ গায় ॥ সপ্তগ্রামে লোকের কি অদ্ভুত উল্লাস । নিত্যানন্দ পদে অতি স্বচ্ছ বিশ্বাস । উদ্ধারণ সম্বন্ধ নিতাই দয়াময়। বণিকে যে কৃপা কৈল কহিল না হয় ৷ শান্তিপূরে আসিবেন অদ্বৈতভবনে । তাহ জানাইলা প্রভু দত্ত উদ্ধারণে। অদ্বৈত আচাৰ্য্য