পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s)"○ & ভক্তিরত্নীকর । [ দ্বাদশ তরঙ্গ । শান্তিপুরে বিলসয় । শ্রীচৈতন্যাভিন্ন দেহ রসের আলয় ॥ যে আনিল শ্ৰীকৃষ্ণচৈতন্য অবনীতে। যাহার নিৰ্ম্মল যশ ব্যাপিল জগতে ॥ - গীতে যথা—ধানশী ॥ স্ত্রীগোঁর অভিন্ন তনু অদ্বৈত আমার । জগত জননী সীত৷ ঘরণি র্যাহার ॥ যে আনিল গোরাচাদে হুঙ্কার করিয়া । গাওয়ায় গৌরাঙ্গগুণ ভুবন ভরিয়া ॥ হইয়া ঈশ্বর আপনাকে মানে দাস । তিলে তিলে হৃদয়ে কত না অভিলাস ॥ দেবের দুল্লভ প্রেমভকতি বিলাসে । বলি-কলি দমন করয়ে অনায়াসে ॥ সঙ্কীৰ্ত্তনানন্দ-দাতা দয়ার অবধি । না জানি কতেক গুণে গঢ়াইল বিধি ॥ অধম দুঃখিতে সে না সুখে মাতাইল । নরহরি পহু যশে জগত ভরিল ॥ পুনঃ ভূপালী ॥ জয় জয় অদ্বৈত আচাৰ্য্য দয়াময়। যার হুহুঙ্কারে গৌরঅবতার হয় ॥ প্রেমদাতা সীতানাথ করুণাসাগর। র্যার প্রেমরসে আইলা গৌরাঙ্গ নাগর ॥ যাহারে করুণা করি কৃপা দিঠে চায়। প্রেমাবেশে সে জন চৈতন্যগুণ গায়। র্তাহার চরণে যেবা লইল শরণ। সে জন পাইল গৌরপ্রেম মহাধন ॥ এমন দয়ার নিধি কেনে না ভজিনু । লোচন বলে নিজ মাথে বজর পাড়িষ্ণু ॥ ঐঅদ্বৈতচন্দ্র নিজগণ লৈয়া সঙ্গে। ভাসে সদা গোরাপ্রেম সমুদ্র-তরঙ্গে ॥