পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ՏԳԷ, দোলে। অtঙ্গানু লম্বিত দুট, বাহু পসারির রে, পতিতে ধবিয়া করে কোলে ৷ ব্ৰহ্মার দুলভ প্রেম, ভকতি রতন রে, জনে জনে যাচে কত রূপে। নরহরি হেন কৃপাময় পহু গায়ারে, না ভজি মজিলু ভবকূপে ॥ ক্রীতার প্রাণপতি অদ্বৈত গোঁসাই। যে মৃত্য কীর্তনে মত্ত কহি সাধ্য নাই। নিজ গৃহে কভু নিজ পরিকর ঘরে । কতু স্বরধুনি-তীরে কভু স্থানান্তরে ॥ সঙ্কীর্তন বিমু অন্য কিছুই না ভায় । নিরন্তর মগ্ন গোরাচাদের লীলায় ॥ সেভাবে আবেশ নৃত্যে কেরা স্থির হয়। করি কত করুণ। অধমে উদ্ধারয় ॥ গীতে যথা—ধানশী ॥ নাচয়ে অদ্বৈত প্রেমরাশি । গোরাগুণ গরলে না জানে দিবানিশি ॥ গোর গেরা বলিতে কি সুখ । বিহিরে মাগরে কত লাখ লাখ মুখ ॥ গোরা বলি মারে মালসাট। ভয়ে কাপে কলি পলাইতে নাই বাট ॥ গোরা-নামে কি ভাব হিয়ায় । পুলক বলিত তনু সঘনে দোলায় ॥ পরিকর সেনা রসে মাতি । গায় গোরাচাদের চরিত কত ভাতি ॥(কিব খোল করতাল ধ্বনি। কুলের বেহারি কদে, সে শবদ ७नि ॥ ङ्वन ভরিল ওনা যশে । দীন হীন পতিত পামর প্রেমে ভাসে ॥) নরহরি জীবনে কি মুখ । হেন দয়াময় পহুচরণে বিমুখ ॥ পুনঃ কামোদঃ ॥