পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

総b"e ভক্তিরত্নাকর । [ দ্বাদশ তরঙ্গ দেখ মোর অদ্বৈত গুণের নিধি ॥ না জানি এ কত, সাধে মৃধা দিয়ে, এ দেহু গঠল বিধি ॥ ধ্রু ॥ 蠍 কনককেতকী কুম কুম জিনি, সুচারু রূপের ছটা । গর গর গোরাপ্রেমে অতিশয়, শোভয়ে পুলক ঘটা নিরুপম বিধুবদন ঝলকে, ঘন গোরা গোরা বুলি। দু নয়নে ধারা বহে অবিরত, নাচয়ে দু বাহু তুলি ॥ পতিত পামরে, ধরি করে কোরে, অমূল রতন যাচে। নরহরি পহু, বিনে কি এমন দয়ালু ভুবনে আছে ৷ পুনঃ আশাবরী ॥ দেখ অদ্বৈত গুণের মণি । ভকতি রতন, করি বিতরণ, জগৎ করয়ে ধনি ॥ ধ্রু ॥ কিবা, ভাবে পুলকিত হিয়া । গোরা গোরা বুলি, নাচে ভুজ তুলি, ঘন কাখতানী দিয়া ৷ দুটি নয়নে আনন্দ ধারা। পুলক বলিত, তনু সুললিত, ঝলকে কনক পার ॥ মুখে ঝরয়ে অমিয়। রাশি । কি নব ভঙ্গিতে, চাহে চtfর ভিতে, মধুর মধুর হাসি ॥ পহু বেঢ়ি পরিকর সাজে। মধুর সুস্বরে, গায় ধীরে ধীরে, খোল করতাল বাজে ॥ তাহ শুনি কে ধৈর্য বঁধে । দীন হীন যত, তারা উনমত, নরহরি পড়, ধাদে ॥ পুনঃ সুহুই ॥ কি ভাবে অদ্বৈত, চাদ অদভুত, লম্ফ দেই বীর দাপে ।