Sb br ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । নিতাই, দেখে বলরাম মূৰ্ত্তি ॥ রজত-পৰ্ব্বত-গৰ্ব্ব হরে অঙ্গছটা । বদনচন্দ্রমা জিনি চন্দ্রসার ঘট ॥ নানারক্স ভূষণে-ভূষিত কলেবর । ভুবন মোহয়ে ঐছে সৰ্ব্বাঙ্গ সুন্দর ॥ বস্থ জাহ্নবীরে দেখে বারুণী রেবতী । অঙ্গছট। কনককুঙ্কুম পুঞ্জ জিতি ॥ বলদেব-বামে দক্ষিণেতে বিলসয় । বিচিত্র বসন ভূষণ দি শোভাময়। ভক্তে সুখ দিতে মহা ঐশ্বর্য্য প্রকাশ ॥ দেখি আত্মিবিস্মরিত হৈলা সূৰ্য্যদাস । নেত্রে অশ্রুধারা ন ধরিতে পারে অঙ্গ ॥ করিতেই নতি স্তুতি হৈল নিদ্রাভঙ্গ । কতক্ষণে স্থির হৈয়া প্রভাত সময়ে ॥ আপনি গেলেন সেই বিপ্রের অালয়ে । বিপ্রপ্রতি কহে যত্নে করি নমস্কার ॥ যে কহিলে কর্তব্য বিলম্ব নাই অরে। শুনি বিপ্ৰ হৰ্ষ, সঙ্গে লৈয়া জনা চারি ॥ করিলেন যাত্রা দুর্গ গণেশ সেঙরি । সৰ্ব্বত্র বিদিত তেহেঁ আসি নদীয়ায় ॥ মনের উল্লাসে শ্ৰীবাসের গৃহে যায়। শ্ৰীবাসপণ্ডিত গৃহে প্রিয়গণ সনে । দেখি নিত্যানন্দ বসি আছে দিব্যায়নে । কন্দপমোহন শোভা করি নিরীক্ষণ, আপন মানয়ে ধন্য সজল নয়ন ॥ বিপ্রে করি সম্মান স্ত্রীবাস মহাশয় । বসাইয়া আসনে কুশল জিজ্ঞাগয় । প্রি কহে কুশল, আইনু বাটী হইতে । মনে যে অlছয়ে তাহ কহিব নিভৃতে ॥ ঐবাস গেলেন বিপ্রে নির্জনে লইয়া । ( ঐবাসের প্রতি বিপ্ৰ কহে হর্ষ হৈয়। বিবাহ মঙ্গল কথা শুনি পরম্পরা। কন্য। স্থির করিয়া আইনু এথা ত্বর । সূৰ্য্যদাস পণ্ডিতের কন্যা লক্ষী
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।