পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। તૈના- ૭ সমা । দেখিলু সর্বত্র দিতে নাহিক উপমা ॥ যৈছে নিত্যানন্দ দেৰ তৈছে পত্নী তার। সাক্ষাতে দেখিবে আমি কহিব কি তার ॥\সূৰ্য্যদাস সরখেল সর্বাংশে প্রধান । নিত্যানন্দচন্দ্রের বিবাহযোগ্য স্থান ৷ বিলম্বের কার্য্য নাই কহিল তোমায় । পরামর্শ করি মোরে করই বিদায় ॥ শ্ৰীবাসপণ্ডিত কহে সুমধুর কথা । আপুনি যে করিয়াছ হুইব সৰ্ব্বথা ॥ অদ্য কৃষ্ণদাসে বড়গাছি পাঠাইব । এথা হৈতে কালি সভে তথাই যাইব ॥ পণ্ডিতে লইয়া তথা য’লে নাই ব্যাজ । কহিতে কি আপুনি সাধিবে সব কায ॥ ত্রীবাসের বাক্যে লিপ্র হইয়। বিদায় । সালিগ্রামে জানাইল পণ্ডিতে ত্বরায় ৷ শ্ৰীবালপণ্ডিত মহ-উল্লাসিত হৈয় । জানাইল সম্ভারে অদ্বৈতীর্য্যে কৈয়া ॥ মন্দ মন্দ হাসে নিত্যানন্দ হলধর । অন্যের দুর্গম নিত্যানন্দের অন্তর ॥ বিবাহ বিষয়ে হৈল সভার উল্লাস । বড়গাছি গ্রামে শীঘ্ৰ গেলা কৃষ্ণদাস ॥ কৃষ্ণদ{ল রাজ। হরিহোড়ের নন্দন। মহা বুদ্ধিমন্ত শীঘ্ৰ কৈল আয়োজন ॥ সর্বত্র ব্যাপিল শুভবিবাহের কথা । অপূৰ্ব্ব সম্বন্ধ সম্ভে কহে যথা তথা। নবদ্বীপ হৈতে নিত্যানন্দে যভে লৈয় । চলিলেন বড়গাছিগ্রামে হৰ্ষ হৈয়া ॥ - বড়গাছি গ্রামের নিকটে প্রবেশিতে। গ্রামবাসী লোক আগে আগুসরি নিতে ॥ ব্রাহ্মণ সজ্জন যত লেখা নাই তার । দেখি নিত্যনন্দচন্দ্রে উল্লাস সবার ॥ কৃষ্ণদাস লৈয়া গেলা আপনার ঘর। হইল সবার বাসস্থান মনোহর ॥ বড়গাছি