এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দ্বাদশ সর্গ।
১০৫
নলিনি, নলিনি, কেনরে হলিনি
পাষাণ-কঠিন মন?
দুটো কথা শুনে—দুটো ফুল পেয়ে
ভাঙ্গে কেন তোর পণ?
পলকে পলকে ভাঙ্গিস্ গড়িস্,—
ভেঙ্গে যায় মৃদু শ্বাসে,
যার পরে তুই করিস্লো মান
সেই মনে মনে হাসে!
দেখি আজ তুই কেমন পারিস্
থাকিবারে অভিমানে?
কহিনে কথা-হাসিনে হাসি—
চাহিনে তার পানে!
বিনােদ।—একটি কথাও কহিল না মােরে,
পাশ দিয়া গেল চলি!
গর্ব্ব-ভার-গুরু প্রতি পদক্ষেপে
মরমে মরমে দলি।
কেন গো—কেন গো কি আমি কোরেছি—
কিছুত না পড়ে মনে,
কহেছে ত কথা প্রমোদের সাথে
অশোক—নীরদ সনে!
গেল যে হৃদয়—কত দিন আর
রবে সে এমন করি।
কখনো উঠিয়া আকাশের পরে
কখনো পাতালে পড়ি!