এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পঞ্চদশ সর্গ।
কবি ও মুরলা।
মুরলা।—কবিগাে আমার, যদি আমি মােরে যাই
তা হোলে কি বড় কষ্ট হয়গো তোমার?
কবি।—ওকি কথা মুরলা লো বলিতে যে নাই!
তুই ছেলেবেলাকার সঙ্গিনী আমার!
কাদিস্ না, কাঁদিস্ না, মোছ অশ্রুধার।
আহা, সখি, বড় সুখী হই আমি মনে
যদি দেখি প্রেমে তুই পোড়েছিস্ কার,
সুখেতে আছিস্ তোরা মিলি দুইজনে!
নিরাশ্রয় মনে আসে কত কি ভাবনা,
কিছুতে অধীর হৃদি মানেনা সান্ত্বনা;
সজনি, অমন সব ভাবনা আঁধার
ভাবিস্নে কখনো লো ভাবিস্নে আর!
মুরলা।—কবিগো, রজনীগন্ধা ফুটেছিল গাছে,
তুমি ভালবাস’ বোলে আপনি এনেছি তুলে,
নেবে কি এ ফুল গুলি, রাখিৰে কি কাছে?
কবি।—সখিলো, নলিনী কাল দুটি চাঁপা তুলে
পরায়ে দেছিল মোর দুই কর্ণ মূলে;
পরশিতে দল গুলি পড়িছে ঝরিয়া