এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩৪
ভগ্নহৃদয়।
রাখ্রে ছড়ায়ে হৃদয়টি তোর
সমস্ত জগৎময়!
জগৎ সাগরে বিম্ব যত আছে
কেহই কাহারো নয়!
সে বিম্বের পরে রাখিস্নে তুই
কোন আশা,মন মোর!
সহসা দেখিবি বিম্বটির সাথে
ভেঙ্গেছে সর্ব্বস্ব তোর।
ওরে মন, তোর অগাধ বাসনা
সমস্ত জগৎ করুক গ্রাস!
সমস্ত জগৎ ঘেরিয়া রাখ্রে
হৃদয়রে, তোর সুখের আশ।
সন্ন্যাসিনী তুই, কঁদিস্রে কেন?
কেন রে ফেলি দুখের শ্বাস?
গেছে ভেঙ্গে তোর একটি জগৎ
আরেক জগতে করিবি বাস।
সে জগৎ তোর তরে হয়নি রে
অদৃষ্টের ভুলে গেছিলি সেথা,
সেথায় আলয় খুঁজিয়া খুঁজিয়া
কতই না তুই পাইলি ব্যথা!
তোর নিজ দেশে এসেছিস্ এবে
কেহ নাই তোরে কহিতে কথা,
আদর কাহারো পাস্নে কখনো,
আদর কাহারো চাস্নে হেথা।