এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সপ্তদশ সর্গ।
১৩৫
এখনো ত এই নূতন জীবনে
সুখ দুখ কিছু ঘটেনি তোর—
দিবসের পরে আসিছে দিবস
রজনীর পরে রজনী ভোর!
দিবস রজনী নীরব চরণে
যেমন যেতেছে তেমনি যাক্—
কাঁদিস্নে তুই, হাসিস্নে তুই
যেমন আছিস্ তেমনি থাক্।
সে জগতে ছিল কাহারো বা দুখ
কারো বা সুখের রাশি—
এ জগতে যত নিবাসী জনের
নাহিক রোদন হাসি!—
সকলেই চায় সকলের মুখে
শুধায় না কেহ কথা—
নাইক আলয়, চোলেছে সকলে
মন যার যায় যেথা!
১২