পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অষ্টাদশ সর্গ।
১৩৯

একদিন—মনে পড়ে?—সরসীর তীরে,
ব’সেছিলি নিরিবিলি, কেবল দেখিতেছিলি
নিজের মুখের ছায়া প’ড়েছিল নীরে।
বুঝি মেতে গিয়েছিলি রূপে আপনার!
(তোর মত গরবিনী দেখিনি ত আর!)
সহসা পিছন হ’তে ডাকিলাম তোরে,
কি দারুণ সরমেতে গিয়েছিলি মোরে?
আজ তোর হ’ল কিলো ললিতা আমার?
সে সব লাজের ভাব নাই যেনো আর!
শুধু বিষাদের হাসি, মুরলার মত!
বল্ তোরা হলি একি? পৃথিবীর মাঝে দেখি
কেবল চপলা সুখী, দুঃখী আর যত!
মোরে কিছু বলবিনে?—আহা ম’রে যাই!—
অনিল সে কত ক’রে, আদর করে যে তোরে,
লুকায়ে লুকায়ে আমি যেন দেখি নাই!
ভাল, ভাল, বলিস্‌নে, আমার কি তায়?
চল্ তুই, ললিতা লো, মুরলা যেথায়!
যাহা তোর মনে আছে কহিস্ তাহারি কাছে,
তাহ’লে ঘুচিয়া যাবে হৃদয়ের ভার।
ত্বরা করে চল্‌ তবে, ললিতা আমার!

কবির প্রবেশ।


চপলা।—(কবির প্রতি)— 

চল কবি মুরলার কাছে,
বড় সে মনের দুঃখে আছে!