পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪৬
ভগ্নহৃদয়।

সখি মুখ তুলে চা’লো একটি কথা ক’ না লো!
ললিতা রে, মৌন হয়ে থাকিস্‌নে আর,
একবার দয়া কোরে কর্ তিরষ্কার!
সন্ধ্যা হোয়ে আসিয়াছে গেল দিনমান,
একটি রাখিবি কথা? গাহিবি কি গান?

ললিতার গান।


বুঝেছ বুঝেছি সখা, ভেঙ্গেছে প্রণয়,
ও মিছা আদর তবে না করিলে নয়?
ও শুধু বাড়ায় ব্যথা, সে সব পুরাণো কথা
মনে কোরে দেয় শুধু, ভাঙ্গে এ হৃদয়।
প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার
আমি যত বুঝি তব কে বুঝিবে আর!
প্রেম যদি ভূলে থাক,’ সত্য ক’রে বলনাক,’
করিব না মুহূর্ত্তের তরে তিরষ্কার!
আমি ত বোলেই ছিনু ক্ষুদ্র আমি নারী,
তোমার ও প্রণয়ের নহি অধিকারী।
আর কারে ভালবেসে সুখী যদি হও শেষে
তাই ভাল বেসো নাথ, না করি বারণ।
মনে কোরে মোর কথা মিছে পেয়োনাকো ব্যথা,
পুরাণো প্রেমের কথা কোর’ না স্মরণ!




অনিল (স্বগত)—কি! শেষে এই হােল, এই হােল হায়! 
কি করেছি যার লাগি এ গান সে গায়?