পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ঊনবিংশ সর্গ।
১৪৭

তবে সে সন্দেহ করে প্রণয়ে আমার!
বিশ্বাস নাইক’ তবে মোর পরে আর!
বিশ্বাস নাইক তবে? তাই হবে, তাই হবে—
এত কোরে এই তার হোল পুরষ্কার!
সন্দেহ করিবে কেন? কি আমি কোরেছি হেন!
সন্দেহ করিতে তার কোন্ অধিকার?
আমি কি রে দিন রাত রহিনি তাহারি সাথ?
সতত করিনি তারে আদর যতন?
বাব বার তারে কিরে শুধাইনি ফিরে ফিরে
মুহূর্ত্তের তরে হেরি বিহ্বল মানস?
একটি কথার তরে কতনা শুধাই তারে—
একটি হেরিতে হাসি রজনী পোহাই!
তাই কি রে এই হোল? শেষে কি রে এই হোল?
তাইতে সংশয় এত? অবিশ্বাস তাই?
কল্পনায় অকারণে সে যদি কি করে মনে,
আমি কেন তার লাগি সব’ তিরস্কার?
তবে কি সে মনে করে ভাল বাসিনাকো তারে!
সকলি কপট তবে প্রণয় আমার?
না হয় ভাল না বাসি, দোষ তাহে কার?
কখনো সে কাছে এসে করেছে আদর?
কখনো সে মুছায়েছে অশ্রুবারি মোর?
আমি তারে যত্ন যত করেছি সতত
বিনিময় আমি তার পেয়েছি কি তত?
করেছিত আমার যা’ ছিল করিবার;