পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৫০
ভগ্নহৃদয়।

একবার তবু কিরে আদর করেন মোরে
অতি শীর্ণ মুখ মোর বুকে তুলে লোয়ে?
তখন কঁদিয়া কব পা দুখানি ধোরে
“বড় কষ্ট পেয়েছিগো, আর সখা সহেনাকো!
মাঝে মাঝে একবার দেখা দিও মোরে।”