পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্ব্বিংশ সর্গ।
১৬৭

দয়া ক’রে গান গেয়েছিনু,
দয়া ক’রে কথা ক’য়েছিনু।

একি তবে মন বিনিময়?
হৃদয়ের বিসর্জ্জন নয়?
সখি, তোরা বল্ দেখি,  সত্য চ’লে গেল সে কি?
ফিরায়ে কি লইল হৃদয়?
এবার যদি সে আসে  যাইব তাহার পাশে,
ভাল ক’রে কথা কব’ হেসে
গান গাব তার কাছে এসে?
এত দূরে গেছে তার মন,
গলাতে কি নারিব এখন?