এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তবিংশ সর্গ।
১৭৫
মেঘ খণ্ড রেখে থাকি এহৃদয়ে তুলে
তাই কিরে অভিমানে অস্ত যেতে হয়?
এ জনমে আর কিরে হবিনে উদয়?
আজ আমি লক্ষ্যহীন দিক্ হারাইয়া!
অসীম সংসারে কোথা বেড়াই ভাসিয়া!
দেখিতে যে পাবনাক’ তোরে একেবারে—
সে কথা পারিনে কভু মনে করিবারে!
শব্দ কোন শুনিলেই আপনারে ছলি—
মুদিয়া নয়ন দুটি মনে মনে বলি—
“যদি এই শব্দ তারি পদশব্দ হয়!
যদি খুলিলেই আঁখি—অমনি তাহারে দেখি!
সুমুখে সে মুখ আসি হয় রে উদয়।”
কোথায় মুরলা! দেখা দেরে একবার,
খুঁজিয়া বেড়াতে হবে কত দূর আর?
মুরলারে—মুরলা কোথায়!
একেলা ফেলিয়া মোরে গেলিরে কোথায়।