পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টবিংশ সর্গ।
১৭৭

চির আত্ম-বিসর্জ্জন  করে যে ভক্‌ত মন
হন মন কোথ। সখি পাই?
মুখেরি রাজত্ব যদি ভবে
এ মুখ সাজায়ে দেলো তবে!