পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ত্রয়স্ত্রিংশ সর্গ।

পর্ণ শয্যায় শয়ান মুরলা; চপলা।

চপলা।—কি করিয়া এত তুই হলিরে নিষ্ঠুর, 
ললিতা সে, এত ভাল বাসিতিস যারে,
কি করিয়া ফেলি তারে যাবি দূর—দূর—
এতদিনকার প্রেম ছিঁড়ি একেবারে!
কবি তোরে এত ভাল বাসে যে মুরলে,
তা’রেও কি তুই, সখি, ফেলে যাবি চ’লে?

কবি ও অনিলের প্রবেশ।


কবি।—কি করিলি বল্ দেখি? কি করেছি তোর? 
মুরলারে—মুরলারে—মুরলা আমার, হা—রে
কি ক’রেছি এত তুই হলি যে কঠোর?
প্রাণ মোর, মন মোর, হৃদয়ের ধন মোর,
সমস্ত হৃদয় মোর, জগৎ আমার—
একবার বল্ বালা-বল্ একবার
ছাড়িয়ে যাবিনে মোরে ফেলি এ সংসার—ঘোরে,
নিতান্ত এ হৃদয়েরে রাখি অসহায়।
আয়, সখি, বুকে থাক্‌, এই হেথা মাথা রাখ্,
হৃদয়ের রক্ত ফেটে বাহিরিতে চায়।