এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯২
ভগ্নহৃদয়।
সেথায় আরেক দিন ফুল শয্যা হবে!
মুরলা (কবিকে) এস কবি বুকে এস,
(অনিলকে) এস ভাই কাছে বস,
(চপলাকে) একটি চুম্বন সখি, বুঝি প্রাণ যায়,
এই শেষ দেখা এই দুখের ধরায়,
আসিছে আঁধার ঘোর, কবি, কোথা তুমি মোর!
আরো কাছে, আরো কাছে, এসগো হেথায়!
আজ তবে বিদায়, বিদায়।
স্বামি, প্রভু, কবি, সখা,
আবার হইৰে দেখা,
আজ তবে বিদায় বিদায়!