এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুস্ত্রিংশ সর্গ।
শয্যায় শয়ান ললিত-অনিলের প্রবেশ।
(ললিতার গান।)
বায়ু! বায়ু! কি দেখিতে আসিয়াছ হেথা?
কৌতুকে আকুল!
আমি—এক্টি জুঁই ফুল!
সারা রাত এ মাথায় পোড়েছে শিশির—
গণেছি কেবল!
প্রভাতে বড়ই শ্রান্ত ক্লান্ত হে সমীর!
অতি হীন বল!
ভাঙ্গা বৃন্তে ভর করি রয়েছি জীবন ধরি
জীবনে উদাস!
ওগো—উষার বাতাস!
শ্রান্ত মাথা পড়ে নুয়ে—চাহিয়া রোয়েছে ভূঁয়ে
মর’ মর’ এক্টি জুঁই ফুল।
কাছেতে এস’ না সোরে—এখনি পড়িবে ঝোরে
সুকুমার এক্টি জুঁই ফুল!