এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুস্ত্রিংশ সর্গ।
১৯৫
তবে যাও—চোলে যাও—আর কোন ফুলে যাও
প্রভাত পবন!
ওরে কি শুধাতে আছে প্রেমের বারতা?
মর’ মর’ যবে?
একটি কহেনি কথা অনেক সহেছে—
মরমে মরমে কীট অনেক বহেছে—
আজ মরিবার কালে শুধাইছ কেন?
কথা নাহি ক’বে?
ও যখন মাটি পরে পড়িবে ঝরিয়া
ওরে লোয়ে খেলাস্নে তুই!
উড়ায়ে যাস্নে লোয়ে হেথা হোতে হোথা!
ক্ষুদ্র এক জুঁই!
যেথাই খসিয়া পড়ে—সেথা যেন থাকে পোড়ে
ঢেকে দিস্ শুকানো পাতার!
ক্ষুদ্র জুঁই ছিল কিনা—কেহই ত জানিত না
মরিলেও জানিবে না তায়!
কাননে হাসিত চাঁপা হাসিত গোলাপ
আমি যবে মরিতাম কাঁদি,
আজো হাসিবেক তারা শাখায় শাখায়
হাতে হাতে বাঁধি!