পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দ্বিতীয় সর্গ।
২৩

নাচ্ নাচ্ তালে তালে!
বাঁকায়ে গ্রীবাটি তুলি পাখা দুটি
এ পাশে ও পাশে করি ছুটাছুটি
নাচ্ শ্যামা তালে তালে!




দামিনী।—শুনেছিস সখি, বিবাহ-সভায় 
বিনোদ আসিবে আজ!
ভালো কোরে কর্ সাজ!
নলিনী।—আহা মােরে যাই কি কথা বলিলি! 
শুনিয়া যে হয় লাজ!
বিনোদ আসিবে আজ?
এ বারতা দিয়ে কেন লো স্বজনি,
মাথায় হানিলি বাজ?
সারাখণ মোর সাথে সাথে ফিরে
ক্ষান্ত নহে একটুক,
মুখখানা তার দেখিবারে পাই।
যে দিকে ফিরাই মুখ!
এক-দৃষ্টে হেন রহে সে তাকায়ে
থেকে থেকে ফেলে শ্বাস,
মুখেতে আঁচল চাপিয়া চাপিয়া
রাখিতে পারিনে হাস!
লীলা।—শুনেছি প্রমােদ আসিবে, যাহারে 
ভ্রমর বলিয়া ডাকি,