পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪
ভগ্নহৃদয়।

যাহারে হেরিলে হরষে তোমার
উজলিয়া উঠে আঁখি।
নলিনী।—গা ছুঁয়ে আমার বল্‌লো স্বজনি, 
সত্য সে আসিবে নাকি?
দেখ দেখি সখি, অভাগীর তরে
কোথাও নিস্তার নাই,
মরি মরি কিবা ভ্রমর আমার!
ভ্রমরের মুখে ছাই!
সে ছাড়া ভ্রমর আর কি নাই?
তা হোলে এখুনি—সখিরে, এখনি
নলিনি-জনম ঘুচাতে চাই!
চারুশীলা।—লুকাস্‌নে মােরে, আমি জানি সখি, 
কে তোমার মনোচোর।
বলিব? বলিব? হেথা আয় তবে,
বলি কানে কানে তোর!
(কানে কানে কথা)
নলিনী।—জ্বালাস্‌নে চারু, জ্বালাস্‌নে মােরে 
করিস্‌নে নাম তার!
সুরেশ?—তাহার জ্বালায় স্বজনী,
বেঁচে থাকা হোল ভার!
কে জানিত আগে বলত সখিলো,
রূপের যাতনা অতি?
সাধ যায় বড় কুরূপা হইয়া
লতি শান্তি এক রতি!