এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চতুর্থ সর্গ।
৩৫
অনন্ত স্নেহের ছায়ে আমারে বেঁখেছে পায়ে,
তাই যেন চিরকাল থাকে মুরলার!
সে মেহের কোলে শুয়ে কাটায় জীবন!
সে স্নেহের কোলে প্রাণ করে বিসর্জ্জন!
কুসুমিত সে অনন্ত স্নেহ-রাজ্য পরে।
তিল স্থান থাকে যেন মুরলার তরে!
যত দিন থাকে প্রাণ-ব্যাপি সেই টুকু স্থান
মাটিতে মিশারে রবে হৃদয় আমার।
কোন-কোন-কোন সুখ নাহি চাহি আর।
চতুর্থ সর্গ।
কবি।
(প্রথম গান।)
বিপাশার তীরে ভ্রমিবারে যাই,
প্রতিদিন প্রাতে দেখিবারে পাই
লতা-পাতা-ঘেরা জানালা মাঝারে
একটি মধুর মুখ।
চারিদিকে তার ফুটে আছে ফুল,
কেহবা হেলিয়া পরশিছে চুল,
দুয়েকটি শাখা কপাল ছুঁইয়া,