পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ষষ্ঠ সর্গ।
৫৯

কাছে আয়, সে কথাটি বলি ধীরে ধীরে!
মুরলা।—কি কথা সে? বল কবি! করহ প্রকাশ! 
কবি।—কে জানে উঠেছে হৃদে কিসের উচ্ছ্বাস! 
খেলিছে মর্ম্মের মাঝে অধীর উল্লাস।
অথচ, উল্লাস সেই সুকুমার হেন,
শিশিরের বাষ্প দিয়ে গঠিত সে যেন!
হৃদয়ে উঠেছে যেন বন্যা জোছনার,
মধুর অশান্তিময় হৃদয় আমার।
সূক্ষ্ম আবরণ, গাঁথা সন্ধ্যা-মেঘ-স্তরে,
পড়িয়াছে যেন মোর নয়নের পরে!
কিছু যেন দেখেও দেখেনা আঁখিদ্বয়,
সকলি অস্ফুট, যেন সন্ধ্যাবর্ণময়!
শোন্ বলি, মুরলা লো, আরে আয় কাছে,
শূন্য এ হৃদয় মোর ভাল বাসিয়াছে!
মুরলা।—ভালবাসে? কারে কবি? কারে সখা? কারে? 
কবি।—মধুর নলিনী সম নলিনী বালারে! 
মুরলা।—নলিনী? নলিনী সখা! নলিনী বালারে? 
কবি মোর! সখা মোর! ভালবাস’ তারে?
কবি।—হাঁ মুরলা, সেই নলিনী বালারে, 
তারে তুমি জান না কি?
এমন মধুর মুখ ভাব তার!
এমন মধুর আঁখি!
এত রাশি রাশি খেলাইছে হাসি
হৃদয়ের নিরালায়—