পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ষষ্ঠ সর্গ।
৬৯

থাম্ থাম্, থাম্ হৃদি, মোছ অশ্রুধার!
কবি যদি সুখী হয় কি ভাবনা আর!
আহা কবি, সুখী হও! তুমি কবি সুখী হও!
আমি কে সামান্য নারী?—কি দুঃখ আমার!
তুমি যদি সুখী হও কি দুঃখ আমার!
ও চাঁদের কলঙ্কও হোতে নাহি পারি
এত ক্ষুদ্র হোতে ক্ষুদ্র, তুচ্ছ আমি নারী!

(চপলার প্রবেশ ও গান)


সখি,  ভাবনা কাহারে বলে?
সখি,  যাতনা কাহারে বলে?
তোমরা যে বল’ দিবস রজনী
ভালবাসা ভালবাসা,
সখি  ভালবাসা কারে কয়?
সেকি  কেবলি যাতনা ময়?
তাহে  কেবলি চোখের জল?
তাহে  কেবলি দুখের শ্বাস?
লোকে তবে করে কি সুখের তরে
এমন দুখের আশ?
জীবনের খেলা খেলিছে বিধাতা,
আমরা তাহার খেলেনা,
আমাদের কিবা সুখ!
সখি,  আমাদের কিবা দুখ!
সখি,  আমাদের কিবা যাতনা!