থাক্গো এখন থাক্—দিব আরেকটু পরে।
অনিল।—কি হােয়েছে? দিতে কি লাে চাস্ ফুল-উপহার?
দে না লো গলায় গেঁথে, কিসের সরম তার?
একটি দাওত সখি, পরাই তোমার চুলে,
আর দুটি দাও সখি পরাইব কর্ণ-মূলে।
মোরে দাও সব গুলি গাঁথিব ফুলের বালা,
গলায় দুলায়ে দিব গাঁথিয়া চাঁপার মালা;
আসন রচিয়া দিব দিয়ে শত শতদল,
তা’ হেলে কি দিবি মোরে—বল্ সখি, বল্ বল—
যত গুলি ফুল গাঁথি যত তার দল আছে
ততেক চুম্বন আমি লইব তোমার কাছে;
যত দিন না পারিবি শুধিতে চুম্বন—ধার
এ ভুজে রহিবি বদ্ধ এই বক্ষ কারাগার!
দিবানিশি সজনি লো রেখে দেব চোখে চোখে,
বল্ তবে—ফুলসাজে সাজায়ে দেব কি তোকে?
বলিবি না? ভাল সখি দুইটি চুম্বন দাও—
না হয় একটি দিও, মহার্ঘ তেল কি তাও?
ললিতা।—(স্বগত)
আরেকটি বার সখা করগো চুম্বন মোরে,
আরেকটি বার সখা, রাখগো বুকেতে ধোরে!
জান’ আমি মুখ ফুটে সরমে বলিতে নারি,
তাই কি সহিতে হবে? এত শান্তি সখা তারি?
আদরে হৃদয়ে যদি রাখ’ এ মাথাটি মোর,
আদরে চুম’ গো যদি আঁখির পাতাটি মোর,
পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৬
ভগ্নহৃদয়।