পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অষ্টম সর্গ।
৮৩

তাহারে হেরিলে মুখ ফিরাইতে
সাধ যায় মোর যেন?
সেদিন যখন দেখিনু নলিনী
বসিয়া কবির সাথে,
সরমের বেশে লাজহীন হাসি
খেলিছে আঁখির পাতে;
দেখিনু কপোল ঢাকিয়া তাহার
আলক প’ড়েছে ঝুলি,
আঁচলেতে গাঁঠ বাঁধি শতবার
শতবায় ফেলে খুলি;
কে জানে আমার ভাল না লাগিল
চোলে এনু ত্বরা কোরে,
কপট সরম দেখিলে সজনি
সরমেতে যাই মোরে!
মুরলা আমার, অমন করিয়া
কেন লো রহিলি বসি,
দেখিতে দেখিতে মলিন হইয়া
এসেছে ও মুখ-শশি!
ভাবিস্‌নে সখি, কমলা ক’য়েছে
কাল মোর কাছে এসে,
পাষাণ-হৃদয়া নলিনীও নাকি
ভালবাসে কবিরে সে।
শুনেছি নলিনী কবিরে দেখিতে
নদীতীরে যায় নাকি!