পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮৪
ভগ্নহৃদয়।

কবিরে দেখিলে ঢ’লে পড়ে তার
অনুরাগ-নত আঁখি!
মুরলা।—নলিনী-বালারে ভালবেসে যদি 
কবি মোর সুখে থাকে,
তাহা হ’লে, সখি, বল্ দেখি মোরে,
কেন না বাসিবে তাকে?
মোরা তাহা ল’য়ে ভাবি কেন এ?
চপলা লো আমরা কে?



চপলার গান।


যে ভাল বাসুক্—সে ভাল বাসুক্,
সজনি লো আমরা কে!
দীনহীন এই হৃদয় মোদের
কাছেও কি কেহ ডাকে?
তবে কেন বল ভেবে মরি মোরা
কে কাহারে ভাল বাসে,
আমাদের কি আসে যায় বল’
কেবা কাঁদে, কেবা হাসে!
আমাদের মন কেহই চাহে না,
তবে মন খানি লুকান’ থাক্,
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্
যদি, সখি, কেহ ভূলে
মন খানি লয় তুলে,
উলটি পালটি দুদণ্ড ধরিয়া