এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮৮
ভগ্নহৃদয়
ওড়াবার আগে—ছিঁড়িবার আগে
হৃদয় আমার চাই!
(সখীদের প্রতি) বিপাশা-তীরের পথে সখি আয়
আয় ত্বরা কোরে আয়!
জানিস্ কি সখি, নদীতীরে কবি
কখন বেড়াতে যায়?
জানিস্ত সখি, পথের ধারেতে
একটি অশোক আছে,
বনলতা কত ফুলে ফুলে ভরা
উঠিয়াছে সেই গাছে—
সেই খানে সখি—সেই গাছ তলে
বসিয়া থাকিতে হবে;
সেই পথ দিয়া যাইবে ত কবি?
আয় ত্বরা কোরে তবে।
বল্ দিকি তোরা, হোল কি আমার?
যখন কবির সুমুখে থাকি—
একটি কথাও পারিনে বলিতে
পারিনে তুলিতে আনত আঁখি!
কতবার, সখি, করিয়াছি মনে
পরিহাস করি কহিব কথা—
নিদারুণ হাসি হাসিয়া হাসিয়া
হৃদয়ে তাহারে দিব গো ব্যথা;—
কৃষ্ণ-হীরা সম কৃষ্ণ আঁখি-তারা