[ 5, J কোন অভিনব গ্রন্থ রচনা সকলের মনোরপ্পন করা অতি দুঃসাধ্য, যেহেতু সৰ্ব্বমনোরঞ্জক কোন পদার্থ এই জগন্মগুলে অদ্যাপি জন্মে নাই। অধিক কি কহিব, যিনি এই অখিল ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়৷ যথানিয়মে প্রতিপালন করিতেছেন, সেই বিশ্বপিতা জগদীশ্বরেরও অস্তিত্ব বিষয়ে সন্দিহান হইয়া অনেকেই তর্ক বিতর্ক করেন । অতএব অতি অকিঞ্চিৎকর এই ক্ষুদ্র পুস্তক দ্বারা কি সকলকে সন্তুষ্ট রিতে পারিব ? বিশেষতঃ বাঙ্গালী ভাষা এখনও নবীন ও অলঙ্কার পরিহীনা, এবং তাহার দারি-- দ্রাবস্থারও শেষ হয় নাই। সংস্কৃত হইতে উপযুক্ত অলঙ্কারাদি আহরণ না করিলে তাহাকে সৰ্ব্বাঙ্গসুন্দরী করা যায় না। বাহ পাঠ করিলে পাঠক বৃন্দের চিত্ত আকৃষ্ট হইয়। ক্রমশঃ অধিকতর পাঠেচ্ছার আবির্ভাব হয়, ইহাকেই সুভাষ কহ যায়। কেবল কোমল কিম্ব অতি কঠিন শব্দ প্রয়োগ করিলেই যে ভাষার চিত্তাকর্ষণী শক্তি জন্মে এমত নহে ; কিন্তু তাহার জীবন স্বরূপ অৰ্থসৌন্দৰ্য না থাকিলে সকলই নিষ্ফল । অতুএব তাহার প্রাণপ্রদান প অলঙ্কারাদি দ্বারা তীয় সৌন্দর্য্যকে অধিকতর জাজ্জ ল্যমান করাই কৰ্ত্তব্য তাহ হইলে নাটকাদি গ্রন্থ সকল সমীচীনরুপে রচিত হইতে পারে।'
পাতা:ভদ্রার্জুন.djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।