পাতা:ভদ্রার্জুন.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কতৃক সুভদ্র হরণ । brい○ ৩ অঙ্ক ] [ ৯ সংযোগস্থল । বল। মহুর্ষে, কৃষ্ণ কি করিয়াছেন, যে তাহাতে আমার মানের লাঘব হুইবে ? নার । এই পুর মধ্যে সব হতেছে ঘটনা। আশ্চর্য্য কহিলে এ যে কিছুই জান না। লোকে বলে যার বিয়া তার নাই মনে । পড়শী না নিদ্রা যায় তাহার কারণে ॥ সেই মত আশ্চর্য তোমার মুখে শুনি । , দেশময় এ কথা হতেছে কাণাকাণি ॥ বল । অনুগ্রহ করি মুনি কহু সমাচার । নার ভদ্রার বিবাহ বাভা জ্বান কি তাহার। বল ৷ পাত্র স্থির করিয়াছি রাজা দুর্য্যোধনে । নার । কৃষ্ণ করিবেন ভদ্র অপর্ণ অজুনে। বল । পত্র আমি লিখিয়াছি হস্তিন নগরে ৷ নার । পত্র লয়ে ধুয়ে খাবে গান্ধারী কুমারে। বিবাহ করিয়া পার্থ লয়ে যাবে দেশে। তবে আর দুৰ্যোধন কি করিবে শেষে । বরপাত্র ফিরে যাবে তব অপমান । তখন তোমার বড় বাড়িবে সম্মান ॥ বল । কে আছে অৰ্জুনে ভদ্র করিবেক দান । কার সাধ্য আছে ক্ষম করে অপমান ॥