পাতা:ভদ্রার্জুন.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, «w অজুর্ন কর্তৃক সুভদ্রাহরণ। సి ৪ অঙ্ক ] [ ২ সংযোগ স্থল । অঞ্জুন নিকটে নাই তাহে ভীত মন । । যদি উপস্থিত হয় কেকরিবে রণ ॥ আমাদের সখা কৃষ্ণ তিনিও অন্তরে। এ কারণ বড় ভয় আমার অন্তরে। বড় বড় বীর সব কৌরবের দল । ইহাতে হইলে যুদ্ধ সংশয় মঙ্গল। f ভীম । আমিত অস্থায় কভু দেখিতে নারিব । স্কুল উচ্চ নীচ বলি কছু নাযাইব । ভীষ্ম কৰ্ণ দ্রোণে এত ভয় কি ইহাতে ৷ অস্তায় আমার গাত্রে সহ নাহি হয় । ইহাতে হইলে যুদ্ধ কিসের সংশয় । যুধি । সময়ের বিবেচনা সব কৰ্ম্মে আছে : আগেতে বুঝিতে হয় কিবা ঘটে পাছে। অগ্ৰে বিচারিলে কভু দোষ নাহি হয় । ( অবিবেচনার কৰ্ম্মে সবে দোষ কয় ! / অতএব ভাই মম আজ্ঞা ধর শিরে । দুৰ্যোধনে সঙ্গে করি ষাও ধীরে ধীরে ॥ জানত কেমন শক্র দুই দুর্য্যোধন । বাল্যকালে কত চেষ্টা করিতে নিধন ।