s: 8 J বহুকালাবধি সকল জাতির মধ্যেই নাটক প্রচলিত আছে, এবং রঙ্গভূমিতে তৎসম্বন্ধীয় অভিনয়াদি দুৰ্শন শ্রবণ করিয়া অনেকে আমোদ প্রকাশ করেন । পূৰ্বর্তদেশীয় কবিগণ প্রণীত অসংখ্য নাটক সংস্কৃত ভাষায় প্রচারিত আছে, এবং বঙ্গ ভাষায় তাহার কয়েক গ্রন্থের অনুবাদও হইয়াছে ; কিন্তু আক্ষেপের বিষয় এই, যে এদেশে নাটকের ক্রিয়া সকল রচনার শৃঙ্খলানুসারে সম্পন্ন হয় না। কারণ কুশীলবগ। রঙ্গভূমিতে আসিয়া নাটকের সমুদায় বিষয় কেবল সঙ্গীত দ্বারা ব্যক্ত করে, এবং মধ্যে মধ্যে অপ্রয়োজনাহ ভণ্ডগণ আসিয়া ভণ্ডামি করিয়া থাকে। বোধ ङ्ग्न, ८कदल उं★यूङ भrश्झ अडांवरे रेशन शृण কারণ । তন্নিমিত্ত মহাভারতীয় আদিপৰ্ব্ব হইতে সুভদ্র হরণ নামক প্রস্তাব সঙ্কলন করিয়া এই নাটক রচনা করিলাম। ইহা দ্বারাই যে সেই অভাব একেবারে দূরীভূত হইবে এমত নহে ; কিন্তু এই পুস্তক অপক্ষপাতি পাঠক মহাশয়েরুদিগের তুষ্টিকর হইলে আদর্শ স্বরূপ হইতে পারে। পরিশেষে ক্রমে ক্রমে এতদ্দেশীয় সুকবিগণ কতৃক উত্তম উত্তম दइरििथ बाहेक बात्रांश डोबाग्न थकांउि श्रेग्न मृझ् বদ্ধমূল সেই অভাবকে অবশুই উন্মলন করিতে পরিবে সন্দেহ নাই ।
পাতা:ভদ্রার্জুন.djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।