এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
సి8 ভদ্রাজুন, অর্থাৎ ৪ অঙ্ক ] [ ৩ সংযোগস্থল । ভীম । দ্বারক পুরী এখনও অনেক দূর, অধুন , দুর্য্যোধনের রব সজ্জায় যাওয়া উচিত নহে । দুঃশা । কেন ? তাহাতে বাধা কি ? ভীম । বিবাহের এখন কি হয় তাহ বলা যায় না, নিকট হইতে তত্ব লইয়া বরসজ্জা করিলেই ভাল হয় । দুৰ্য্যে৷ (গোপনে কহিতেছেন) আমি জানি ভীম চিরকালের হিংসক, কৌরবের ভাল কখনই দেখিতে পারে না । দুঃশা। হুঁ, আসিতে না আমিতেই একটা অমঙ্গল কথা কহিল । جاتی۔ কর্ণ। উহার অশুভসূচক কথায় কি হইবে ? কেবা উহার বাক্য গ্রাহ করে ? ভীষ্ম ৷ ভীম অত্যন্ত অস্থায় বলে নাই, এখনও পথ অনেক আছে বটে। কর্ণ। চিরকালেই পাণ্ডবেরদের পক্ষে ভীষ্মের সুেহ। দুৰ্য্যো । তোমর কেহ ও কথায় কর্ণ প্রদান করিও না; যখন প্ৰভু বলঙ্গেরের স্বাক্ষর পত্র প্রাপ্ত হইয়াছি এবং নারদের নিকট হইতে শুনিতে পাইয়াছি, তখন আর কাহাকে ভয় ।