পাতা:ভদ্রার্জুন.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুর্ন কর্তৃক সুভদ্রাহরণ। æዳ ৫ অঙ্ক ] [ ১ সংযোগস্থল । সত্য । আর প্রভো, ইহার কি পরামর্শ করিবেন। এই সুভদ্রার কারণ স্কত লোকের জীবন নাশ হইবে, তাহ বলিতে পারি না ; দেখিতেছি এই রৈবত পৰ্ব্বত শোণিতে পুীবিত হইবে । কৃষ্ণ । কিছু ভাবনা নাই, আমি উত্তম উপায় করিয়াছি । সত্য ! হে নাথ, কি উপায়ে এই উপস্থিত ঘোরতর সমরাগ্নি নিৰ্ব্বাণ করিবেন ? কৃষ্ণ । যে সময় তোমরা ভদ্রাকে হরিদ্রাদি লেপণ করাইয়া স্নান করাইতে গমন করিবুে, সেই সময় আমি তাহার উপায় করিব । সত্য । ইহাতে বলদেবের সহিত তোমার অপ্রীতি জন্মিতে পারে । কৃষ্ণ । প্রিয়ে, তাহা মনেও করিও না, আমি অজুনকে উপদেশ প্রদানার্থ গমন করি, তুমি নিশ্চিস্ত থাক । (কৃষ্ণ গমন করিলেন । ) © a বী