পাতা:ভদ্রার্জুন.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S o o ভদ্রাজুন, অর্থাৎ ৫ অঙ্ক ] t २ न ६rषांशंकूल । কৃষ্ণ। কুলাঙ্গনাগণ যৎকালে সুভদ্রাকে হরিদ্রাদি মৰ্দ্দন করাইয়া স্নানার্থে লইয়া যাইবে । আজু যথা আজ্ঞা প্রভো । (উভয়ে গমন করিলেন । ) ساحساس 630 ماےمجھے তৃতীয় সংযোগস্থল । বলদেবের সভা । দুর্য্যোধনের দূত প্রবেশ করিল। বল। তুমি কে ? কোথা হইতে আগমন করিলে ? দূত। প্রণাম প্রভো, আমি মহারাজ দুৰ্যোধনের নিকট হইতে আসিতেছি । বল। সংবাদ কি ? দুৰ্য্যোধন কোথায় ? দূত। তিনি প্রায় নিকটবর্তী। আমি আপনাকে ংবাদ দিতে আসিয়াছি, তিনি কল্য স্বদল সমভিব্যাহারে এস্থানে উপস্থিত হইবেন । বল। এখানে সকল উদ্যোগ হইয়াছে কল্য প্রাতেই নাদীমুখাদি कत्व बारेत्र, তুমি গিয়া এই বাৰ্ত্ত শীঘ্র দুৰ্যোধনের জ্ঞাতসার কর ।