[ . . এই পুস্তক অস্তষ্ট নূতন প্রণালীতে রচিত ইয়াছে, অতএব তাহার যৎকিঞ্চিৎ বিবরণ প্রকাশ করা উচিত ও অত্যাবস্তুক বোধ হওয়াতে, তাহ ংক্ষেপে ব্যক্ত করিতেছি । ઉરે নাটক ক্রিয়াদি ও ঘটনা স্থানের নির্ণয় বিষয়ে ইত্তরোপীয় নাটক প্রায় হইয়াছে, কিন্তু গদ্য পষ্ঠ রচনার নিয়মের অন্তধা হয় নাম সহস্কৃত নাটক সম্মত কয়েক কন নাট্যকারকের ক্রিয়াদি গ্রহণ করি নাই ; যথা, প্রথমে নান্দী, তৎপরে সুত্ৰধার ও নটীর রঙ্গভূমিতে আগমন, তাহাদিগের দ্ব অন্তান্ত কার্য, এবং বিদূষক ইত্যাদি) এতদ্ব্যতিরিক্ত সংস্কৃত নাটক প্রায় ইওরোপীয় নাটক হইতে বিভিন্ন নহে। সংস্কৃত নাটক প্রথমতঃ অঙ্কে বিভক্ত, যাহাকে ইঙ্গরাজি ভষায় (Act) এই কহে ; কিন্তু প্রত্যেক (Act) এক্ট যেরূপ (Scene) সিনে বিভক্ত আছে, সংস্কৃত নাটক তাদৃশ নহে, তন্নিমিত্ত (Scene) সিন শব্দের পরিবৰ্ত্তে সংযোগস্থল ব্যবহার করা গেল । যে স্থান ঘটিত ক্রিয়াদি নাটকে ব্যক্ত হয়, তাহাকেই (Saene) সিন কহে। যথা, কবিবর ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর নামক গ্রন্থের প্রথমে কান্ধীপূরে ভট্টের গমনু ও সুন্দরের সহিত তাহার কথোপকথন, যদ্যপি ঐ কাব্য নাটক প্রণালীতে রচিত
পাতা:ভদ্রার্জুন.djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।