পাতা:ভদ্রার্জুন.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

30 ఆ ভালুন, অর্থাৎ ৷ ৫ অঙ্ক ] [ ৪সংযোগস্থল । চ্চারণে তাহার দূতেরও অধিকার থাকে না, সেই বিপত্তি ভঞ্জন ভগবানতোমার স্বপক্ষ, তোমার । চিন্তার বিষয় কি ভদ্রে ? তুমি কি সকল বিস্মরণ হইলে ? যখন দ্ৰৌপদীর কারণ লক্ষ লক্ষ বীর অঙ্গুনের বিপক্ষে বাণ ক্ষেপ করিয়াছিল, তখন অৰ্জুনকে কে রক্ষা করিয়াছিলে* অর্জুনের বীরত্ব বাৰ্ত্তা, কি তোমার হৃদয় হইতে বহিভূত হইয়াছে? এক ধনঞ্জয়েই রক্ষা নাই, তাহাতে কৃষ্ণ তোমার স্বপক্ষ । যদ্যপি শুক্রের মন্ত্র প্রভাবে তিন যুগের অসুরগণ জীবন পাইয়া দেব সহযোগে অঙ্গুনের বিপক্ষে অস্ত্র ধারণ করে, তথাপি অলুন পরাভব হইবেন না ; কৃষ্ণের যুদশনের মহিম দূরে থাকুক। ভদ্রে, চিন্তা কি? সুভ। সখি, আমি সকলই জ্ঞাত আছি, কিছুই বিস্মত হই নাই ; কিন্তু দেখ, যে বায় সহকারে দাবানল প্রবল রূপে প্রম্বলিত হয়, সেই বায়ু, সামান্ত দীপিকাকে ক্ষীণ দেখিয় নিৰ্ব্বাণ করে, আমার ভাষ্ঠ প্রদীপও তদ্রুপ; অতএব সখি, ইহাতে কি আঁর আশার বশীভূত হইয়া কাল যাপণ করিতে পারি।