পাতা:ভদ্রার্জুন.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ $o \ ভদ্রাজুর্ন, অর্থাৎ, ৫ অঙ্ক ] [ ও সংযোগস্থল । নাৰ্থ লইয়া যাই । কোথা গে সহচরি, তোমরা শস্থাদি মঙ্গল ধনি কর, ও হরিদ্রাদি আন । সহ । ঠাকুরাণি, সকল প্রস্তুত করিয়াছি, ইহা কি ভুলিবার কথা । প্রতিবাসিনি, তুমি আইও গণের মধ্যে প্রাচীন, অগ্ৰে তুমিই সুভদ্রার গাত্রে হরিদা দেও । প্রতি । আমি হরিদ্র মাখাইতেছি, তোমরা কেহ শঙ্খবর কর, কেহ বা উলু উলুধনি দেও ! (শস্থাদি মঙ্গল ধনি হইতে লাগিল ) সত্য । ভদ্রে, অদ্য তোর মনস্কামনা সিদ্ধ হইবে, তুই যেমন সুন্দরী, বরটিও তদুপযুক্ত হইয়াছে। প্রতি । কেমন গে, সেই দুৰ্য্যোধনের সঙ্গেইত স্থির হইয়াছে। সত্য । ই,—জনরব এইরূপ বটে। প্রতি । তবে, ইহার মধ্যে অন্ত কোন কথা আছে না কি ? সত্য । অন্ত কথা আবার কি ! প্রতি । তবে যে বলিলে “এইরূপ জনরব” । সত্য ! ওগো, মঙ্গল কৰ্ম্মে অনেক ব্যাঘাত ঘটে, যে পর্যন্ত দুই হাত একত্র না হয়, সে পর্যন্ত