পাতা:ভদ্রার্জুন.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কর্তৃক সুভদ্র ذلالا ৫ অঙ্ক ] [ ও সংযোগস্থল । বিশ্বাস কি, রুক্মিণীর বিবাহের কথা কি স্মরণ নাই? বিবাহের সূত্র হস্ত হইতে না খুলিলে কি সন্দেহ যায় । প্রতি । হা, সে কথা বটে। যাহা হউক, বরটি বেনে বড় ভাল হইয়াছে। সত্যভামে, আমারদিগকেই অন্ত নিশায় বাসর জাগিতে হইবেক ঃ দেখা যাইবে, দুৰ্যোধন কেমন চতুর, ও ক্রত টাকাই বা শয্যা উঠানি দেয় । রুমি । ওগো রজনীর কৰ্ম্ম রজনীতে হইবে ; এক্ষণকার মঙ্গল কৰ্ম্ম যাহাতাহা শীঘ্র সমাধা কর, এখনও নান্দীমুখাদি অনেক কৰ্ম্ম অবশিষ্ট্র আছে । সকলে । হা, এখন অন্ত কথা রাখ, চল ভদ্রাকে আগে স্নান করাইয়া আনি । (সকলে নানাবিধ বাদ্যাদি লইয়া উলু উলু ধনি করিতে কুরিতে সরোবর তীরে গমন করিলেন 1) مس--س۔o o-سس~