এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
t s*२ খুঁজালুন, অর্থাৎ, ৫ অঙ্ক ] - [ ৭ সংযোগস্থল । সপ্তম সংযোগস্থল । বাপী তট । অজুন ও দীরক রথারোহণে প্রবেশ করিলেন । অকু দারুক, তোমার প্রতি আমার কিছু বক্তব্য আছে । দার । আজ্ঞা করুন । অজু t আমি ষে দিকে রথ চালাইতে আদেশ করিব, তাহাতে বিলম্ব করিও না । দারু। ই প্রভো, আমি আপনকারও ভূত্য বটি, আপনাতে ও শ্রীকৃষ্ণেতে কোন প্রভেদ দেখি না । তবে প্রভো, ইহার তাৎপৰ্য্য কি ? কিছুই বুঝিতে পারিলাম না,-আপনি কোথায় গমন করিবেন ? অজু। তুমি কৃষ্ণের সারথী, অতএব তোমাকে জানাইতে আমার কোন আপভি নাই। নারায়ণের সম্মতি ক্রমে সুভদ্রার সহিত আমার বিবাহ হইয়াছে, এক্ষণে বলদেবের ইচ্ছা, ভদ্রাকে দুর্য্যোধনের হন্তে সমপর্ণ করেন, কিন্তু