পাতা:ভদ্রার্জুন.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ৬ ] হইত, তবে কাঞ্চীপুরের রাজপুরী প্রথম অঙ্কের প্রথম সংযোগস্থল হইত। নাটক নির্ণীত সংযোগস্থলের প্রতিকৃতি প্রায় ইওরোপীয় নাট্যশালায় প্রদণিত হয়। ইওরোপীয়েরদিগের স্বতন্ত্র নেপথ্যের প্রয়োজন থাকে না, যেহেতু তাহার এতদ্দেশীয় কুশীলবগণের স্যায় স্বতন্ত্র স্থান হইতে সজ্জাদি করিয়া রঙ্গস্থলে প্রবেশ করে না। অতএব এই গ্রন্থ ইওরোপীয় নাটকের শৃঙ্খলানুসারে শ্রেণীবদ্ধ করিয়া প্রকাশ করিলাম । - বিনীতবচনে প্রার্থনা করিতেছি, যদিও এই গ্রন্থ নবীন নীতিতে প্রণীত হইল, তথাপি একবার ইহার আছোপান্ত দৃষ্টি করিয়া দোষ গুণ বিচার করিলেই কৃতাৰ্থ হইয়া শ্রম সফল বোধ করিব । শ্রীতারাচরণ শীকদার । কলিকাতা । ! শকাব ১৭৭৪ । ১০ আশ্বিন । ।