এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অজুর্ন কর্তৃক সুভদ্রাহরণ। ১১৩ ৫ অঙ্ক ] [ ৭ সংযোগস্থল । তাহা হইলে কৃষ্ণ স্লজ্জা পাইবেন, তন্নিমিত্ত আমি সুভদ্রাকে লইয়া স্থানান্তরে প্রস্থান করিব ৷ দারু। হা, এক্ষণে বুঝিলাম, এ গোলযোগও শুবণ করিয়াছি । প্রস্তুত আছি, পবন অপেক্ষ বেগেতে, রথ চালাইব । কাহাকেও তাহার পশ্চাদগামি হইতে দিব না ; আপনি শীঘ্র সম্পন্ন করুন । (সত্যভামা, সুভদ্রা, রুক্মিণী, ও অন্তান্ত কামিনীগণ প্রবেশ করিলেন । ) সত্য । (অতি গোপনে কহিতেছেন) সুভদ্রে, ভোর পক্ষে অদ্য রজনী সুপ্রভাত । সুভ। সখি, বিধাতা কি আমার প্রতি করুণা নয় নে দৃষ্টি করিবেন ? ঈদৃশ ঘটনা কি হইবে ? (অজুন রথ হইতে অবতীর্ণ হইলেন । ) সন্ত । আর ভাবনা কি ভদ্রে, ঐ দৃষ্টি কর তোমার মনোমোহন ধনঞ্জয় আগমন করিতেছেন, তোমার আশা এখনই সফল হইবে । - সুভ। সত্যভামে, আমি তোমার চরণে বিক্রীত হই