পাতা:ভদ্রার্জুন.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$8 ভদ্রাজুন, অর্থাৎ ৫ অঙ্ক ] t৭ সংযোগস্থল । য়া রহিলাম, জীবন অপর্ণ করিলেও তোমার এ ঋণ হইতে মুক্ত হইতে পারিব না। সত্য । সুভদ্রে, তুমিত এই ক্ষণেই তোমার প্রিয়ভম অজুনকে পাইবে, কিন্তু আমাদিগকে ভুলিও না । সুভ। সখি, আমি তোমারই, তোম। হইতেই অঙ্গুন ধন পাওয়া, তোমাকে বিস্মত হইলে তপন তনয় আমাকে কোন নরকে স্থান দিবে নু তাহ কহিতে প্লারি না। (অজুন নিকটে আগমন করিলেন ।) সত্য । ভদ্রে, আর কি দেখ, রথে আরোহণ কর । অজু এসে প্রিয়তমে, (ভদ্রার হস্ত ধরিয়া রথী রোহণে গমন করিলেন । ) সকলে । ওমা ওম এ কি ! এ কি সৰ্ব্বনাশ ! ওম সুভদ্রার হস্ত ধরিয়া কে লইয়া যায়, ওগো তোরা ধর না । 领 সত্য । ওমা তাইত, কি আশ্চৰ্য্য ! আমার মুখে আর বাক্য সরে না, ওগ্নে ধর, ধর, শীব্র ধর । রুক্সি । সত্যভামে, কি সৰ্ব্বনাশ ; ওগো ভদ্রা কো থায় যায়, ওগো কে লইয়া যায় ।