এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১১৬ ' ভদ্রাঙ্গুন, অর্থাৎ ৫ অঙ্ক ] [ ৮ সংযোগস্থল । অষ্টম সংযোগস্থল । রাজবক্স। দুৰ্য্যোধন, দুঃশাসন, ভীম ইত্যাদি বরযাত্রিগণ সমুখে দূত প্রবেশ করিল। (কোলাতুল ধনি উথিত হইল । ) দুৰ্য্যো। নগরে শুনিতে পাই একি কলবর । ধর ধর মার মার বলিতেছে সব ॥ হেন লয় মনে যেন বাধিয়াছে রণ । হঠাৎ হইল কেন ঘটনা এমন । বাৰ্ত্ত লয়ে এসে দূত যাও ত্বর করি । অকস্মাৎ কি ঘটনা বুঝিতে না পারি। দূত । কি কহিব মহারাজ আপনি পাইলা লাজ যাত্রা করেছিলে কি কুক্ষণে । মনে আশা ছিল যাহা বিফল হইল তাহা যাত্র কর স্বদেশ গমনে। বিবাহ করিবে আশে আইলে দ্বারকা বাসে আর বিয়া হবে কীর সনে । " বিবাহে পড়েছে ভদ্রা কৃষ্ণের ভগিনী ভদ্রা সুন্দরীকে হয়েছে অজুনে ।